দিনাজপুরে র‍্যাবের হাতে নাতে ওবায়দুর নামের এক মাদক ব্যবসায়ী আটক

 

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য সহ  অবাইদুল ইসলাম (৩০) নামে  এক জন  মাদক কারবারি কে আটক করেছে  র‍্যাব-১৩ এর সদস্যরা।

মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে দিনাজপুর র‍্যাব-১৩ রংপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ কোম্পানির অধিনায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে।

আটকৃত হলেন, ফুলবাড়ি উপজেলার রাজারামপুর কলেজপাড়া এলাকার  মৃত বুদু মন্ডলের ছেলে অবাইদুল ইসলাম (৩০)। 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া এলাকার অবাইদুল ইসলাম তার  বাড়ির ভিতরে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকিয়ে  নিষিদ্ধ ভারতীয় মাদক দ্রব্য বিক্রি করে। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ীকে  হাতেনাতে আটক করে র‍্যাব-১৩ এর সদস্যরা।

জব্দকৃত নেশা জাতীয় ৩৬৪ (তিনশত চৌষট্টি) বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য  উদ্ধার করে। অবৈধ মাদকদ্রব্য গুলোর আনুমানিক মূল্য ৭.২০,০০০/- (সাত লক্ষ বিশ হাজার) টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী । সে বেশ দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা থেকে সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল, ফেন্সিগ্রীপ, এমকেডিল ও ফেয়ারডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে মাদকদ্রব্য বিক্রি  করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। 

এ বিষয়ে ফুলবাড়ী থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।


Theme images by Jason Morrow. Powered by Blogger.