বাংলাদেশে রাজনৈতিক সংলাপ চায় জাতিসংঘ

 

বাংলাদেশে রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মী আটক এবং অক্টোবর থেকে পুলিশ হেফাজতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। 

সোমবার (৪ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। একই সঙ্গে বিচার বিভাগকে ব্যবহার করে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও নাগরিকদের হয়রানি করা হচ্ছে যে অভিযোগ রয়েছে সে ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে ফলকার টুর্ক বলেন, ‘রাজনৈতিক সংলাপকে উৎসাহিত করে জাতিসংঘ।’ সেই সঙ্গে আটক নেতা-কর্মীদের মুক্তির লক্ষ্যে সব মামলার দ্রুত পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। 

বক্তৃতায় আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যতা রেখে কথিত বলপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তেরও আহ্বান জানান ফলকার টুর্ক।

সূত্র: বাসস

Theme images by Jason Morrow. Powered by Blogger.