১০০ আসনের ভোট গণনা শেষ, এগিয়ে ইমরান সমর্থিতরা

 

পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণের পর এখন ফলাফলের অপেক্ষা। এর মাধ্যমেই দেশটির ক্ষমতায় বসবে নতুন সরকার। যদিও ভোটগ্রহণের দীর্ঘ সময় পার হলেও এখনো পূর্ণাঙ্গ ফলাফল আসেনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ১০৬ আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ৪৭টি আসনেই স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী এই স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থিত।

অন্যদিকে, দেশটির নির্বাচন কমিশনের বরাতে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত পাকিস্তান নির্বাচন কমিশন ৭০ আসনের ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ২৪টি আসন। এদের বেশিরভাগই পিটিআই সমর্থিত।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টিও (পিপিপি) ২৪টি আসনে জয়ী হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ১৮ আসন পেয়েছে। আর চারটিতে জয়ী হয়েছে দেশটির অন্যান্য ছোট রাজনৈতিক দল।

নির্বাচনের ফলাফল নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে বসেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এমন দাবি করেন।

পোস্টে ইমরান খান বলেন, সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের পরও জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজ জবাব দিয়েছে। যেভাবে করে আমরা বারবার বলে আসছি, যার সময় এসে গেছে তাকে কোনো শক্তিই প্রতিহত করতে পারবে না।

ইমরান খান যখন নিজেকে জয়ী ঘোষণা করছেন, ঠিক তখনই দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজয়ের খবর পাওয়া যায়। যদিও আরও এক আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সেখানেও কঠিন সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে সাবেক এ প্রধানমন্ত্রীকে।


Theme images by Jason Morrow. Powered by Blogger.