দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদন অস্পষ্ট : দুদক সচিব

 


দুর্নীতিতে বাংলাদেশের দুই ধাপ অবনমন উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনটি অস্পষ্ট বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেন। 

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মাহবুব হোসেন বলেন, “টিআইবি দুর্নীতির ধারণা সূচক প্রণয়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলোর আলোকে আটটি প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত জরিপের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতির ধারণাসূচক প্রণয়ন করেছে। তারা কোন কোন বিষয়ের ওপরে কী কী প্রক্রিয়ায় মূল্যায়ন কার্যক্রম করেছে, সেগুলো সম্পর্কে প্রতিবেদনে সুস্পষ্টভাবে কোনো কিছুর উল্লেখ নেই। টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ‘অস্পষ্ট’। তাদের সবকিছুই তো ধোঁয়াশা, কোথা থেকে কতটুকু কী নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তা পরিষ্কার নয়। সুতরাং ওই প্রেক্ষাপটে টিআইয়ের ধারণাসূচকের বিষয়ে দুদকের পক্ষে মন্তব্য করার কোনো অবকাশ নেই।”

তিনি আরও বলেন, ‘দুদক-টিআইবি কেউ কারও প্রতিপক্ষ নয়। দুদক একটা স্বাধীন সংস্থা, আইন মোতাবেক কাজ করে। টিআইবি একটা এনজিও, তারা পারসেপশন বা ধারণা প্রকাশ করেছে। কীসের ভিত্তিতে করেছে তাও তারা বলেছে। কাজেই তাদের দুদকে ডাকার কোনো প্রয়োজন নেই। দুদক তার আইন অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্নীতি ধারণাসূচক প্রণয়ন করা হয় কয়েকটি জরিপের ওপর ভিত্তি করে। এই জরিপগুলোতে মূলত ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের ধারণার প্রতিফলন ঘটে। এ ক্ষেত্রে তারা কী কী বিবেচনায় নিয়েছে, সেটির ব্যাখ্যা নেই।’

Theme images by Jason Morrow. Powered by Blogger.