নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

 


ত পাঁচ বছর আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পঞ্চম মেয়াদে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শেখ হাসিনার নবগঠিত মন্ত্রিসভার অর্থমন্ত্রী হয়েছেন আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে ৭৬ বয়সি প্রধানমন্ত্রী ও তার নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রীসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

গত পাঁচ বছর আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত আবুল হাসান মাহমুদ আলী ২০১৪–২০১৮ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সরকারের হয়ে বিভিন্ন দেশের কুটনৈতিক মিশনেও তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

দিনাজপুরের সন্তান আবুল হাসান মাহমুদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেছেন। 

Theme images by Jason Morrow. Powered by Blogger.