বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি, আবারও বলল যুক্তরাষ্ট্র


 যুক্তরাষ্ট্র আবারও বলেছে, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন- বাংলাদেশে গণতন্ত্রকে ক্ষুণ্ন করে, বিরোধী দলের হাজারও নেতা-কর্মীকে কারারুদ্ধ করে ভুয়া নির্বাচনের খবরের জেরে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? 

উত্তরে মুখপাত্র বলেন, ‘বিরোধী রাজনৈতিক হাজারও নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন। আমরা অন্য পর্যবেক্ষকদের সঙ্গে এই মত পোষণ করছি যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সব দল নির্বাচনে অংশগ্রহণ না করায় আমরা দুঃখিত। নির্বাচনের সময় ও পরবর্তী সময়ে সংঘটিত সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র ।’ 

সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সব পক্ষকে রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বানও জানিয়েছে। 

আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন- আপনি যখন বলেন যে বাংলাদেশের নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য, অবাধ বা সুষ্ঠু হয়নি, তার মানে কি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদকে স্বীকৃতি দেবে না?’ উত্তরে মিলার কেবল দুটি শব্দ উচ্চারণ করে। তাহলো ‘নো, নো’।

Theme images by Jason Morrow. Powered by Blogger.