২০২৪ নির্বাচনের সমীকরণ


 ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি । ১০৪ টি আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের বিপরীতে থাকা সবাই জামানত হারিয়েছে । নির্বাচন কমিশনের হিসেবে ৪১ শতাংশ ভোটার ভোট প্রদান করেছে । ২১ টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা দুই লাখের বেশী ভোটের ব্যবধানে জীতেছেন। ১৪ এবং ১৮ সালের নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আনেক বির্তক রয়েছে । তাই ২০০৮ সালে তত্বাবদায়ক সরকারে অধীনে নির্বাচনে সকলে কাছে গ্রহণ যোগ্য ছিল প্রদত্ত ভোটের হার ছিল ৮৭ শতাংশ। ৪৪ টি নিবন্ধিত দলের মধ্যে ২৮ টি দলের অংশ গ্রহণ করেন । স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থী ছিলেন ১হাজার ৯৬৯ জন।

আওয়ামীলীগের ও আওয়ামীলীগের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৮০ আসন জয় করেন। জাতীয় পার্টি ১১ টি, কল্যাণ পার্টি ১ ওয়ার্কাস পার্টি ১ ও জাসদের ১টি করে মোট ১৪ টি  আসন জয় করে বিরোধী দলগুলি। বাকি ২৩ আসনের ১ জন ছাড়া সবাই জামানত হারায়। মনোনয়ন পত্র দাখিলের সময় নির্বাচন কমিশনে ২০ হাজার টাকা জামানত দিতে হয়। যদি কোন প্রার্থী প্রদত্ত ভোটের ১২ শতাংশ ভোট না পায় তাহলে তার জামানত বায়জাপ্ত করা হয়।


Theme images by Jason Morrow. Powered by Blogger.