বস্তিগুলোতে অগ্নিকাণ্ডের তদন্ত চায় জাতীয় মানবাধিকার কমিশন


 

রাজধানীর বিভিন্ন বস্তিতে বারবার অগ্নিকাণ্ডে শঙ্কা প্রকাশ করে কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তে গুরুত্বারোপ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর তেঁজগাওয়ের মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনায় নারী ও শিশুসহ দুজনের মৃত্যু এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘বস্তিতে বসবাসকারীগণ অনেক ধরনের নাগরিক অধিকার থেকে বঞ্চিত। রাজধানীর বস্তিগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ড আমাদের বিচলিত করেছে। এ সকল অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ- এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। যে বা যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ 

বস্তিবাসীকে নিয়ে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী যাতে কোনো ধ্বংসাত্মক খেলায় লিপ্ত না হয় সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।  পাশাপাশি বস্তিবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করে মানোন্নয়নের জন্য সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণেও গুরুত্বারোপ করেন কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, বস্তিগুলোতে অগ্নি নির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এক্ষেত্রে নিরাপত্তা বলয় শক্তিশালী করতে হবে এবং একই সঙ্গে অন্য নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।’

Theme images by Jason Morrow. Powered by Blogger.