বরিশালে জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 




বরিশালে বিভাগীয় জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় জনসভা মঞ্চে উপস্থিত হন তিনি। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও আছেন।

প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হলে স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান নেতা-কর্মীরা। উপস্থিত নেতা-কর্মী ও লাখো জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। 

দুপুর ১টায় বরিশালে পৌঁছে সার্কিট হাউসে আসেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন তিনি। 

প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভা ঘিরে দক্ষিণাঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই নেতা-কর্মী ও সমর্থকরা বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন। সঙ্গে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। দুপুর ১টায় জনসভা শুরু হয়।

Theme images by Jason Morrow. Powered by Blogger.