ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

 


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন বর্জনের লক্ষ্যে আগামী ২৭ থেকে ৩০ ডিসেম্বর গণসংযোগ ও প্রচার চালানো হবে। এ ছাড়া নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে তারা। 

এতে আরও বলা হয়, মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।


Theme images by Jason Morrow. Powered by Blogger.